• 1
  • 2
  • 3
  • 4
  • 6
Office of the Senior Finance Controller (NAVY) Defence Finance Department (DFD)

Objectives and Activities

(০১)  সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (নেভী) বাংলাদেশ নৌবাহিনী প্রধানের আর্থিক পরামর্শক হসেবে ভূমিকা পালন করেন।

(০২) বাংলাদেশ নৌবাহিনীর বাজেট পরিদপ্তর কর্তৃক প্রণীত বাজেট নৌবাহিনী প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রেরণের পূর্বে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনাপূর্বক প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।

(০৩) বাজেটে নতুন ধরনের কোন প্রস্তাব থাকলে তা যাচাই-বাছাই করা।

(০৪) সরকারি অনুমোদনের পূর্বে নৌবাহিনী সদর কর্তৃক সকল আর্থিক বিষয়ে কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে সহযোগিতা করা।     

(০৫) প্রতিরক্ষা ব্যয়ের নিরীক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান।   

(০৬) নৌবাহিনী প্রধান এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দকে অভ্যন্তরীণ নিরীক্ষা এবং প্রতিরক্ষা অডিট অধিদপ্তর কর্তৃক পরিচালিত নিরীক্ষার বিষয়ে পরামর্শ প্রদান করা।  

(০৭) সামরিক ও বেসামরিক কর্মকর্তা/কর্মচারীদের বেতন-ভাতা, ডিএসওপি ফান্ড, পেনশন ও অন্যান্য আর্থিক দাবীসমূহ নিষ্পত্তি করা।   

(০৮) জাতিসংঘ শান্তি মিশন ও অন্যান্য আন্তর্জাতিক সহযোগিতা কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীদের আর্থিক দাবীসমূহ সংশ্লিষ্ট এলাকায় বৈদেশিক মুদ্রায় রেমিটেন্স প্রেরণ।

(০৯) বাংলাদেশ নৌবাহিনীর প্রাপ্তি ও ব্যয়ের মাসিক/ষান্মাসিক/বাৎসরিক হিসাবে সম্মিলিত সারাংশ প্রণয়ন।

(১০) বৈদেশিক ক্রয়ের ক্ষেত্রে রেমিটেন্স প্রেরণ করা।

(১১)   সরকারের নির্দেশে অন্যান্য দায়িত্ব পালন।  

করোনাভাইরাসের বিস্তার রোধে এখনই ডাউনলোড করুন Corona Tracer BD অ্যাপ। ডাউনলোড করতে ক্লিক করুন https://bit.ly/coronatracerbd। নিজে সুরক্ষিত থাকুন অন্যকেও নিরাপদ রাখুন। দেশের প্রথম ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম 'একদেশ'- এর মাধ্যমে আর্থিক অনুদান পৌঁছে দিন নির্বাচিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে। ভিজিট করুন ekdesh.ekpay.gov.bd অথবা “Ek Desh” অ্যাপ ডাউনলোড করুন। করোনার লক্ষণ দেখা দিলে গোপন না করে ডাক্তারের পরামর্শের জন্য ফ্রি কল করুন ৩৩৩ ও ১৬২৬৩ নম্বরে। করোনাভাইরাস প্রতিরোধে নিয়ম মেনে মাস্ক ব্যবহার করুন। আতঙ্কিত না হয়ে বরং সচেতন থাকুন। ভিজিট করুন corona.gov.bd

ভিডিও ও ম্যাপ